Notice Board
-
📌 Baily School Notice-03
July 8, 2024
-
📌 Baily School Notice-02
July 8, 2024
-
📌 Baily School Notice-01
July 8, 2024
Baily School
A Global-Standard School with a Difference
২০০৬ সালে বেইলী স্কুল তার যাত্রা শুরু করার পর সময়ের সাথে সাথে নিজস্ব শিক্ষা কাঠামোয় পরিবর্তন এনে এটি এখন অনেক পরিণত একটি বিদ্যালয়। বাংলা মাধ্যমে শিক্ষাক্রম চালু রেখে বেইলী স্কুল আন্তর্জাতিক মানদন্ডকে নিশ্চিত করার অবিচল লক্ষ্যে কাজ করে যাচ্ছে । ২০২২ সালে স্কুলটির সুপরিসর নতুন ক্যাম্পাস সেই লক্ষ্যে পৌঁছতে এই যাত্রাকে আরও বেগবান করবে। শুধু প্রথাগত কাঠামোবদ্ধ শিক্ষাই নয় সাথে সাথে খেলাধুলা ও সহশিক্ষাক্রম হিসেবে যুক্ত হওয়া নানাবিধ সাংস্কৃতিক অনুশীলনের যে পরিবেশ স্কুলটিতে তৈরি হয়েছে তা প্রতিটি শিক্ষার্থীর শারীরিক এবং মানসিক বিকাশে কার্যকর ভূমিকা রাখবে এবং শিক্ষার্থীকে প্রথাগত শিক্ষার পাশাপাশি মানবিক মূল্যবোধ সম্পন্ন মানুষ হিসেবে গড়ে তুলবে। বেইলী স্কুলের এই অগ্রযাত্রায় সকলের সহযোগিতা একান্ত কাম্য। শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকসহ সকলের সুপরামর্শের ভিত্তিতে এই যাত্রা অব্যহত থাকবে। সবাইকে শুভেচ্ছা।
_______________কাসেম জামাল
শিক্ষা হোক আধুনিক ও আনন্দময়। আধুনিকতা মানে সময়ের সাথে সাথে নিজেদেরও পরিবর্তন করে নেয়া, বেইলী স্কুল সব সময় সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছে। তবে আধুনিকতার মানে কিন্তু শেকড়কে ভুলে থাকা নয়, ইতিহাস ঐতিহ্যকে দূরে ঠেলে দেয়া নয়, সেই ভাবনাতেও আমরা সজাগ রয়েছি। তাই ২০২২ সালে এসে বেইলী স্কুলের নতুন ক্যাম্পাসের উদ্বোধনের মধ্য দিয়ে যুগোপযোগী আধুনিক শিক্ষার পাশাপাশি শিক্ষার সাংস্কৃতিক ঐতিহ্যের মেলবন্ধনে আমরা নতুন উদ্যমে স্কুলটিকে সাজিয়ে তুলেছি। বিদ্যালয় শুধুমাত্র একটি অবকাঠামো নয়, তার ভেতরে প্রাণ প্রতিষ্ঠা করার চেষ্টায় সচেষ্ট আছি আমরা। দুই ভবন বিশিষ্ট নতুন ক্যাম্পাসটিতে শিক্ষার্থীর চলমান শিক্ষার পাশাপাশি তার সামগ্রিক পরিচর্যার দিকে আমরা আরও মনোযোগী ও যত্নশীল হয়ে ওঠার অঙ্গীকারে অঙ্গীকারবদ্ধ। এখানে থাকবে – প্রতিটি ক্লাসরুমে প্রজেক্টরসহ আধুনিক প্রযুক্তির সুবিধা, খেলাধুলার জন্য গাছপালায় ঘেরা প্রশস্ত সবুজ মাঠ, শিশু শিক্ষার্থীর জন্য ইনডোর প্লেগ্রাউন্ড, চলমান আধুনিক শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীকে সৃজনশীল, মননশীল ও মানবিক মানুষ হিসেবে গড়ে তোলার লক্ষ্যে সহশিক্ষাক্রম হিসেবে থাকবে আবৃত্তি, সংগীত, নৃত্য, ও যন্ত্রসংগীত শেখার আলাদা আলাদা ক্লাসরুম। এ ছাড়াও ডিজাইন ক্লাব, ফিল্ম এন্ড ফটোগ্রাফি ক্লাব, থিয়েটার ক্লাব, বিজ্ঞান ক্লাব, ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব, বিতর্ক ক্লাবসহ আরও নানাবিধ ক্লাব কার্যক্রম। ১০ হাজার বই সমৃদ্ধ মানসম্পন্ন আধুনিক পাঠাগার, সাংস্কৃতিক আয়োজনের জন্য থাকছে নিজস্ব মিলনায়তন আর সৃজনশীল কাজ উপস্থাপনের জন্য আর্ট ও ফটোগ্রাফি গ্যালারি। স্কুলের সুপরিসর চমৎকার ক্যান্টিনে শিক্ষার্থীর বয়স ও চাহিদা অনুযায়ী স্বাস্থ্যসম্মত পুষ্টিকর খাবারের ব্যবস্থার পাশাপাশি নিরাপদ যাতায়াত নিশ্চিত করার জন্য থাকবে নিজস্ব পরিবহণ। আশা করি বিদ্যালয়টিকে আনন্দময় ও কার্যকরী করে তোলার জন্য এবং প্রতিটি শিক্ষার্থীর ভবিষ্যৎ বিনির্মাণে তাকে মানবিক মূল্যবোধ সম্পন্ন, বিজ্ঞানমনস্ক, সৃজনশীল, দক্ষ ও আত্মপ্রত্যয়ী নাগরিক হিসবে গড়ে তোলার এ যাত্রায় আমাদের নিবেদিত শিক্ষকদের পাশাপাশি সকল অভিভাবক, শুভানুধ্যায়ী এমন কি প্রতিটি শিক্ষার্থীদেরও বিশেষ ভূমিকা ও অংশগ্রহণ থাকবে। সকলের সহযোগিতাকে সঙ্গী করেই বেইলী স্কুল বাংলাদেশের একটি ব্যতিক্রমী স্কুল হিসেবে তার অগ্রযাত্রা চলমান রাখতে পারবে। সবাইকে ধন্যবাদ।
